ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু , ১০ই অক্টোবার আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-১০-২০২৩ ০৭:১৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৩ ০৭:২৩:৫৬ অপরাহ্ন
পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু , ১০ই অক্টোবার আনুষ্ঠানিক উদ্বোধন ফাইল ছবি :
পরীক্ষামূলক চলাচলের পর এবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ রেল চলাচলের উদ্বোধন করবেন। আর, এক সপ্তাহ পরই বাণিজ্যিকভাবে ট্রেন চলবে এ রুটে।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত দূরত্ব ১৭২ কিলোমিটার। এরমধ্যে এক সপ্তার পরই ঢাকা থেকে ভাঙ্গা প্রায় ৮২ কিলোমিটারের রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে পদ্মা সেতু দিয়ে ছয়টি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। এই রেলে থাকছে আধুনিক সিগনালিং পদ্ধতি যা দ্রুত যাতায়াত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক। এই রুটে ভায়াডাক্ট বা উড়াল অংশ ২৩ কিলোমিটার। কেরাণীগঞ্জে দেশের প্রথম এলিভেডেট রেলস্টেশন। মূল সেতুতে রয়েছে পাথরবিহীন সাড়ে ৬ কিলোমিটারের বেশি রেলপথ। ইতোমধ্যেই এ রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চলেছে ট্রেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ