ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবি আসাদ চৌধুরীর জীবনাবসান

জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-১০-২০২৩ ০৪:০২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৩ ০৪:০২:০৯ অপরাহ্ন
জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই ফাইল ছবি :

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই।  'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরেন্টোয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেন কবির জামাতা নাদিম ইকবাল।

আসাদ চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি। কবি হিসেবেই তিনি সুপরিচিত। তবে, কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও সম্পাদন করেছেন তিনি। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' শীর্ষক উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার ব্যঙ্গার্থক কবিতা 'কোথায় পালালো সত্য' জনপ্রিয়তা কুড়িয়েছে।

গুণী এই কবির প্রয়াণে গভীরভাবে শোকাহত লেখক, পাঠক ও সাহিত্য প্রেমীরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ