ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলর ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন: গ্রেফতার ২

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন
মোটরসাইকেলর ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন: গ্রেফতার ২ ফাইল ছবি :
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ পাপ্পু মিয়া ও মোঃ জিহাদ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকাল ৪:৩০টায় শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল সংগ্রহ করে দুইটি মোটরসাইকেলযোগে শ্যামপুর  থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলসহ পাপ্পু ও জিহাদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের শ্যামপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।dmp/news

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ