মোটরসাইকেলর ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন: গ্রেফতার ২

আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ পাপ্পু মিয়া ও মোঃ জিহাদ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকাল ৪:৩০টায় শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল সংগ্রহ করে দুইটি মোটরসাইকেলযোগে শ্যামপুর  থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলসহ পাপ্পু ও জিহাদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের শ্যামপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।dmp/news

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩