ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি ছাড়া প্রায় সব প্রধান রুটে অনিশ্চয়তা, রেমিট্যান্স ঝুঁকিতে — সতর্ক করলেন অভিবাসন বিশেষজ্ঞরা

বিদেশের শ্রমবাজারে অশনিসংকেত

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:৪১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:৪২:২৩ অপরাহ্ন
বিদেশের শ্রমবাজারে অশনিসংকেত ছবি: সংগৃহীত
বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশি শ্রমবাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সৌদি আরব ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে ভিসা কড়াকড়ি, নিয়োগ স্থবিরতা এবং সিন্ডিকেট-নির্ভর অনিয়মের অভিযোগের কারণে নতুন জনশক্তি পাঠানো অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন অভিবাসন ও রিক্রুটিং খাতের একাধিক সংশ্লিষ্ট ব্যক্তি।

তাদের দাবি, যদি বাজার এক বা দুইটি দেশের ওপর এভাবে নির্ভরশীল থাকে, তাহলে যে কোনো নীতিগত পরিবর্তনে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে তাৎক্ষণিক ধাক্কা লাগতে পারে।
“বাস্তবতা হলো, বাজার শুধু খুললেই হবে না — সেটাকে টিকিয়ে রাখতে আইনি সুরক্ষা, স্বচ্ছতা আর দক্ষ শ্রমিক দরকার,” এক অভিবাসন সংগঠক বলেন।

বিশেষজ্ঞদের মতে, সরকারকে এখন নতুন বাজার খোঁজার পাশাপাশি বিদ্যমান বাজারের আস্থা ফিরিয়ে আনতে হবে, না হলে ডলার রিজার্ভের ওপর চাপ বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও তার প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ