ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সালমা-রুমানাকে মাঠ থেকে বিদায় দিতে চায় বিসিবি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৫১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৫১:০৯ অপরাহ্ন
সালমা-রুমানাকে মাঠ থেকে বিদায় দিতে চায় বিসিবি ফাইল ছবি
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদের। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ।

বিশ্বকাপ দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সাজ্জাদ আহমেদ বলেন, 'সালমা, রুমানা দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি। তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব, তাদের মাঠ থেকে বিদায় দিতে। খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে। তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে।'

১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই ব্যাটার রুমানার পরিবর্তে দলে এসেছেন। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক বলেন, 'রুমানা এশিয়া কাপে ভালো করেনি। তার ব্যাটিংটাও আপাতত টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। তার জায়গায় তাজ নেহারকে নেওয়া হয়েছে।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ