ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ০৫:১৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ০৫:১৫:১৮ অপরাহ্ন
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধদের নাম রাকিব হাসান (২২) ও রুমা আক্তার (২০) বলে জানা গেছে।


সোমবার (২৪ জুন) রাত ৩টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ দম্পতিকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব হাসান ও তার স্ত্রী রুমা আক্তার দুজনই গার্মেন্টস শ্রমিক ছিলেন। গ্রামের বাড়ি ভৈরবে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রোববার রাত ১১টার দিকে বাসায় ফেরেন তারা। হঠাৎ রাত ৩টার দিকে তাদের ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রাকিব ও তার স্ত্রী রুমা আগুনে দগ্ধ হন এবং তাদের ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুনের তীব্রতায় ঘরের লোহার দরজাটিও বেঁকে যায়।

দগ্ধ দম্পতির চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায় এবং গুরুতর অবস্থায় রাকিব ও রুমাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ