ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না,কমিশনার হাবিবুর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৬:০৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৬:০৭:২৩ অপরাহ্ন
স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না,কমিশনার হাবিবুর ফাইল ছবি
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে আন্তঃজেলার বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।

বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ