ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:৩৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:৩৭:৫৯ অপরাহ্ন
ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ ফাইল ছবি
উত্তরার কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে যায়। মিছিলের অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ 'কালো পতাকা' মিছিল করেছে বিএনপি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই এ কর্মসূচি পালন করছে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ