ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় চলবে বিশেষ ট্রেন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০১-২০২৪ ০১:৫৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০১-২০২৪ ০১:৫৭:০৬ অপরাহ্ন
বিশ্ব ইজতেমায় চলবে বিশেষ ট্রেন ফাইল ছবি
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ট্রেনে মুসুল্লিদের যাতায়াতের জন্য ১৭টি বিশেষ ট্রেনের চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেল ভবনে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে রেলওয়ের প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

রেলওয়ের মহাপরিচালক জানান, জুম্মার দিন ঢাকা-টঙ্গী রুটে চলবে ২টি স্পেশাল ট্রেন। আর আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন। পাশাপাশি টঙ্গী স্টেশনে থামবে সব ট্রেন।

কামরুল আহসান বলেন, শুধুমাত্র ২ ও ৯ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল-২টি ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন চলাচল করবে।

এবার ইজতেমায় দুই গ্রুপের মধ্যে আলাদা সময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জুবায়ের গ্রুপ ২-৪ ফেব্রুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পর্বে ওয়াসিফুল গ্রুপের ইজতেমা হবে ৯-১১ ফেব্রুয়ারি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ