নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৬-১১-২০২৩ ১২:৫০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৩ ১২:৫২:০৮ অপরাহ্ন
ফাইল ছবি
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। এরই মধ্যে বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে বেড়েছে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনেও দেওয়া হয়েছে আগুন। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে বুধবার রাতে তফসিল ঘোষণার পর ঢাকার দোহারে একটি ট্রাক, চট্টগ্রামে দুটি বাস এবং বগুড়া ও নাটোরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকায় একটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গাজীপুরের ভুরুলিয়ায় রেল লাইনের স্লিপারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।
বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের কর্মসূচির সাথে মিল রেখে জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে দলটি।সি/২৪
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স