ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দু’একদিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা দিতে পারে কমিশন : প্রধানমন্ত্রী

তফসিল ঘোষণা দিতে পারে দু'একদিনের মধ্যে ,প্রধানমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-১১-২০২৩ ০২:০৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৩ ০২:০৮:৫৯ অপরাহ্ন
তফসিল ঘোষণা দিতে পারে দু'একদিনের মধ্যে ,প্রধানমন্ত্রী ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু'একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। নির্বাচন বানচাল করার জন্য অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির পায়তার করছে বিএনপি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করেছিল জিয়াউর রহমান। বিএনপির সময় স্বাক্ষরতার হার ছিল ৪৭ শতাংশ। আর আওয়ামী লীগ সরকার সেটি নিয়ে এসেছে ৭৬ শতাংশ। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ