ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মহাসমাবেশে খুলনা সার্কিট হাউস ময়দানে সমাবেশেস্থল কানায় কানায় পূর্ণ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০২:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০২:০৮:৩০ অপরাহ্ন
আওয়ামী লীগ মহাসমাবেশে খুলনা সার্কিট হাউস ময়দানে সমাবেশেস্থল কানায় কানায় পূর্ণ ফাইল ছবি
শুরু হয়েছে খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে খুলনা সার্কিট হাউজ মাঠে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে খুলনা সার্কিট হাউস ময়দান লোকে লোকারণ্য। জনসমাগমে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল।

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন।

প্রধান অতিথি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই বেলা ১২টার মধ্যে সমাবেশেস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই খুলনা সার্কিট হাউস ময়দানে দলীয় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে, দলে দলে যে যেভাবে পারে সমাবেশস্থলে আসতে শুরু করেন।

আগতদের নানা ধরনের প্লাকার্ড, ফেস্টুন, দলীয় প্রতীক নৌকা বহন করতে দেখা যায়। সমাবেশস্থলে বিপুল সংখ্যক নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশস্থলে দলীয় মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ