ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৫:২৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৫:২৪:৪৩ অপরাহ্ন
শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক ফাইল ছবি
মজুরি বৃদ্ধি আন্দোলনে পুলিশের গুলিতে আরও এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন।

সোমবার (১২ নভেম্বর) সংগঠনটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গার্মেন্টস শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে পুলিশ, র‌্যাব ও বিজিবি নির্বিচারে গুলিবর্ষণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ঘটনায় আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে অসংখ্য মামলা করেছে তারা। দিনরাতে শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। বিনা কারণে তাদের রিমান্ডে নেয়া হচ্ছে। সেই সঙ্গে চালানো হচ্ছেন সীমাহীন নির্যাতন।

এসবের প্রতিবাদে এদিন সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচিতে দেশের সব গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত হয়ে সংবাদ কাভার করতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ