ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে রাজধানীসহ সারাদেশেই চলছে গণপরিবহন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৩:১৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৩:২১:১৮ অপরাহ্ন
অবরোধে রাজধানীসহ সারাদেশেই  চলছে গণপরিবহন ফাইল ছবি
বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। চতুর্থ দফার অবরোধেও রাজধানীসহ সারাদেশেই  চলছে গণপরিবহন। মাঠে নেই নেতাকর্মীরা।

রাজধানীতে রোববার সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও।

খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল করছে।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে কিছু বাসসহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন।

সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে লঞ্চ। সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ