ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা'র উদ্বোধন আগামীকাল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-১১-২০২৩ ১২:৪৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৩ ১২:৪৮:১৮ অপরাহ্ন
এশিয়ার সর্ববৃহৎ  ইউরিয়া সার কারখানা'র  উদ্বোধন  আগামীকাল নরসিংদীর পলাশে 'ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
মেয়াদপূর্তির দুই মাস আগেই শেষ হয়েছে নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব 'ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা'র নির্মাণ কাজ। ইউরিয়া সার কারখানাটির উদ্বোধন করতে আগামীকাল রোববার নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধন শেষে বিকেলে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর দলীয় সভাপতির সফর ঘিরে উৎসবের আমেজ নেতা-কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব 'ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা'র নির্মাণ কাজ শেষ। এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে দুই হাজার আট শ মেট্রিকটন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।


রোববার সকালে কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন সুধী সমাবেশে। পরে বিকেলে স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। মাঠের ধারণ ক্ষমতা ৫০ হাজার হলেও জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের আশা দলের নেতাদের।

নরসিংদী আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন জানান, 'সমাবেশে আমরা এ মাঠের ধারণক্ষমতার বেশি জনসমাগম হবে বলে আশা করছি।'

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পলাশ ও নরসিংদী শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। আমাদের সঙ্গে ১১০ জন র‍্যাব সদস্য থাকবেন। তাঁরাও সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে, পরিকল্পনামাফিক সমন্বিতভাবে কাজ করবে।

সবশেষ ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ