ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনার একটি প্রতিনিধিদল নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-১১-২০২৩ ০৫:১৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৩ ০৫:১৩:২৬ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার  একটি প্রতিনিধিদল  নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে ফাইল ছবি
 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক বিধি-বিধান অনুসরণ করে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সাহস ও আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়... একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাহী বিভাগ ও রাজনৈতিক দলসহ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল আজ দুপুরে নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।
 
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।
 
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের গণতান্ত্রিক ধারা অপরিহার্য।


 
অবাধ, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে।
 
নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনমতের প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি বাছাই করে যার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে করতে সরকার ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
বৈঠকে সিইসি আসন্ন দ্বাদশ সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
 
সিইসি রাষ্ট্রপতিকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে।
 
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাহী বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 
বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ