ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক কারখানায় ফের উত্তপ্ত পরিস্থিতি , পুলিশের সাঁজোয়াযানে করে মাইকে সতর্ক

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-১১-২০২৩ ০৪:৫৫:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৩ ০৪:৫৫:৫৬ অপরাহ্ন
পোশাক কারখানায়  ফের উত্তপ্ত পরিস্থিতি , পুলিশের সাঁজোয়াযানে করে মাইকে সতর্ক ফাইল ছবি
গাজীপুরের কোনাবাড়ীতে দুপুরের পর থেকে ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপুর পৌনে ৩টার দিকে কোনাবাড়ীতে কাঠের ও প্লাস্টিকের টুল ফেলে সড়ক বন্ধ করে রাখার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবারের এই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এসময় তাদের দিকে ইটপাটকেল ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে দুপুর ২টার দিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সাঁজোয়াযানে করে মাইকে সতর্ক করছে পুলিশ। পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাবের গাড়িবহরও টহল দিচ্ছে এলাকাজুড়ে।

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে এদিন ফের বিক্ষোভ করে গাজীপুরের পোশাকশ্রমিকরা। সকাল ১০ টার দিকে কোনাবাড়ীর নাওজোর এলাকায় বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় আশপাশের কারখানার বেশ কিছু শ্রমিক কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ