অবরোধের আগের দিন রাতে বাসে অগ্নিকাণ্ড
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৮-১১-২০২৩ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৩ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
ছবি - সংগৃহীত
তৃতীয় দফা অবরোধের আগের দিন রাতে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকার আনসার ক্যাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্ক করে রাখা বাহন পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স