ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অপারেটিং সিস্টেম তৈরির জন্য আইবিএমের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৬-১১-২০২৩ ০১:৫৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৩ ০১:৫৫:১২ অপরাহ্ন
অপারেটিং সিস্টেম তৈরির জন্য আইবিএমের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি ফাইল ছবি :

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের তৎকালীন নতুন কম্পিউটার আইবিএম পিসি চালানোর সফটওয়্যার (অপারেটিং সিস্টেম) তৈরির জন্য চুক্তি করে মাইক্রোসফট করপোরেশন। এই আইবিএম পিসি পারসোনাল কম্পিউটারের বাজার সৃষ্টি করে। সাধারণ ব্যবহারকারীদের কাছে কম্পিউটার জনপ্রিয় করে তোল। বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত মাইক্রোসফট তৈরি করে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, যা এমএস-ডস নামে পরিচিত। সিয়াটলভিত্তিক মাইক্রোসফট তাদের আগের একটি সফটওয়্যার ভিত্তি করে এমএস ডস তৈরি করেছিল।

একসময়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি চিহ-ইয়ান ইয়াং তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন। তাইওয়ানিজ বংশোদ্ভূত জেরি ইয়াং একজন কম্পিউটার প্রোগ্রামার উদ্যোক্তা ও বিনিয়োগকারী। তিনি ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। নেটওয়ার্ক পণ্য নির্মাতা সিসকোর পরিচালনা পর্ষদের সদস্যও তিনি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ৫৫ বছর বয়সী জেরি ইয়ং এএমই ক্লাউড ভেঞ্চারসের একজন প্রতিষ্ঠাতা অংশীদার। গত জুলাই মাস পর্যন্ত হিসাবে জেরির সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ