নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৬-১১-২০২৩ ১১:১৭:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-১১-২০২৩ ১১:১৭:৫৯ পূর্বাহ্ন
ফাইল ছবি :
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিল রামগঞ্জ সড়কের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পিং পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পৌর বাজারের সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি ডাম্পিং পিকাআপ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করা হয়।
এর আগে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিডি-প্রতি/
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স