ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-১১-২০২৩ ০৬:১১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৩ ০৬:১১:৪০ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফাইল ছবি :
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাক মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এই অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ দক্ষিণের শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কর্মসূচি  পালন করছে। তফসিল ঘোষণা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান। অবরোধের নামে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আওয়ামী লীগের নেতারকর্মীরা তা প্রতিরোধ করার ঘোষণা দেন।

জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকার কথাও জানান নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ