পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের সময় সাবেক ছাত্রদল নেতা হাতেনাতে প্রেপ্তার
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৫-১১-২০২৩ ০৫:৩৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৩ ০৫:৩৪:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি :
উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে উত্তরা-পশ্চিম থানার ৯ নং সেক্টরের হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানাধীন মহাসড়কে ভোর হতেই পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। সকাল ৭টার দিকে হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মোঃ রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল হঠাৎ উপস্থিত হয়। মিছিল থেকে অগ্নিসংযোগ, ভাংচুর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু পুলিশকে দেখতে পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থাকে। এসময় পুলিশ তাঁদের মধ্য থেকে জিএম হাসান নামে একজনকে আটক করে।
এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলটি
নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, আটক করা জিএম হাসানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মোঃ রাসেল বাবুর আহবানে তিনিসহ আরও অনেকে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, জানমালের ক্ষতি করে অবরোধ সফল করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স