ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজাহান ওমরকে ঢাকা থেকে আটক ,দাবি বিএনপির

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও সালেহ প্রিন্স আটক,

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-১১-২০২৩ ০৫:২৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৩ ০৫:২৭:৫৬ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও সালেহ প্রিন্স আটক, শাহজাহান ওমর ও এমরান সালেহ প্রিন্স। ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) এমরান সালেহ প্রিন্সকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি এসব আটকের ঘটনায় নিন্দা প্রকাশ করেন।

রিজভী জানান, শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে ঢাকা থেকে আটক করা হয়। গতকাল ঢাকা থেকে সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) এমরান সালেহ প্রিন্সকেও আটক করা হয়েছে।

তবে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তাঁদের আটকের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, রোববার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী আটক করে র‍্যাব। র‍্যাব জানায়, আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হয়েছে।

সাবেক বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ