ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনায় বসেছে নির্বাচন কমিশন, সংলাপে ১৩ দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-১১-২০২৩ ০৫:১০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৩ ০৫:১০:৫৪ অপরাহ্ন
আলোচনায় বসেছে নির্বাচন কমিশন, সংলাপে ১৩ দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ফাইল ছবি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। এই আলোচনায় আওয়ামী লীগসহ ২২টি দলের অংশগ্রহণের কথা ছিল। তবে আজ শনিবার সকালে শুরু হওয়া সংলাপে ১৩টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশন ভবনে আসে।
আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধিদল অংশ নিয়েছে।

সংলাপে এলডিপি, বিজেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ বিএমএল, মুসলিম লীগের একাংশ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিসের প্রতিনিধিরা অংশ নেননি।বিডি/প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ