ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-১১-২০২৩ ০২:৪৩:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৩ ০২:৪৩:২৯ অপরাহ্ন
৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি :
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আজ শনিবার জনসভা করছে আওয়ামী লীগ। বেলা ৩টার দিকে শুরু হবে এ জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভা উপলক্ষে এরই মধ্যে শেষ হয়েছে সব আয়োজন। ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা। নির্মাণ করা হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এখানে একটি বড় জনসমাবেশের আশা করা হচ্ছে।

দীর্ঘ দিনের অপেক্ষার পালা শেষ করে এবার রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিলে যাবে স্বপ্নের মেট্রোরেল। আজ শনিবার দুপুরে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রোববার সকাল থেকে চলাচল করতে পারবে সাধারণ যাত্রীরা। শেষ হয়েছে উদ্বোধনের সব প্রস্তুতি। মাত্র ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলের সুযোগ রয়েছে এ মেট্রোরেলে।

উদ্বোধনের আগে শুক্রবার (৩ নভেম্বর) চলে শেষ মুহূর্তের পরীক্ষামূলক চলাচল। সড়কপথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াতে পড়তে হয় যানজটের ভোগান্তিতে। অটোরিকশা বা ভাড়া গাড়িতে খরচও বেশি। এখন মাত্র ১০০ টাকায় ৩৮ মিনিটে পাড়ি দেওয়া যাবে এ পথ। আগারগাঁও থেকে মতিঝিল অংশে আপাতত ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু হচ্ছে। চলতি মাসেই উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। বিজয় সরণি, কারওয়ান বাজার আর শাহবাগ স্টেশন চালু হবে জানুয়ারিতে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ