ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডেমরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে 'অছিম পরিবহন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১০:৩৯:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১০:৩৯:২১ পূর্বাহ্ন
ডেমরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে 'অছিম পরিবহন ফাইল ছবি :
রাজধানীর ডেমরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে 'অছিম পরিবহন' নামে একটি বাস। এতে আগুনে পুড়ে মারা গেছে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে চালকের এক সহকারী। এ ছাড়া রবিউল ইসলাম (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৪টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নাঈম বরিশালের কোতোয়ালি থানার আলম চৌকিদারের ছেলে। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। অন্যদিকে দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনিও ডেমরায় থাকেন। তাঁর বাবার নাম হযরত আলী।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গতকাল রাত ৪টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই বাসের চালকের দুই সহকারী নাঈম ও রবিউল।

ওসি আরও জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আজ ভোরবেলা ও গতকাল রাতে দগ্ধ অবস্থায় দুজন হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ডেমরা থেকে মো. রবিউল এবং কাকরাইল থেকে মো. সাখাওয়াত দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। মোহাম্মদ রবিউলে শরীরের ১৭ শতাংশ এবং সাখাওয়াতের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। রবিউলের অবস্থা আশঙ্কা মুক্ত নয় এবং সাখাওয়াত শঙ্কা মুক্ত। এরা দুজনেই বাসের সহকারী।

উল্লেখ্য, আজ সারা দেশে হরতাল পালন করছে বিএনপি। এর আগে শনিবার নয়াপল্টন থেকে হরতালের ঘোষণা দেয় দলটি।indefen/t

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ