হরতালে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৯-১০-২০২৩ ১০:২৬:২২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৩ ১০:২৬:২২ পূর্বাহ্ন
বিএনপির ডাকা আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) হরতালে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলগুলোর ডাকা '২৯ অক্টোবর' সকাল-সন্ধ্যা হরতাল নিয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা হয়েছে। সেখানেই সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হচ্ছে।
জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনও সাড়া দেবে না। ঘৃনার সঙ্গে তা প্রত্যাখ্যান করা হচ্ছে। আগত সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবেন মালিক-শ্রমিকরা। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে।
তাতে জানানো হয়, হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এজন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে।c/24
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স