ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১০:১৯:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১০:১৯:৫৯ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক মির্জা ফখরুল ইসলাম

আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, সকাল সাড়ে  ৯টার দিকে ডিবি পুলিশের লোকজন বাসায় (গুলশানে) আসেন। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে তারা কথা বলেন। এরপর বাসার সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক নিয়ে চলে যান। ঠিক ১০ মিনিট পর তারা আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যান।

তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নেওয়া মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করব, যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ