ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী, মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা

মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-১০-২০২৩ ০৫:০৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৩ ০৫:০৮:১২ অপরাহ্ন
মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা ফাইল ছবি :

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। অষ্টমী পেরিয়ে নবমীতে উৎসব মুখর পুরো দেশ। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, চলছে দেবীর বন্দনা। শারদোৎসবে জড়ো হচ্ছে নানা-ধর্ম ও বর্ণের মানুষ।

নবমীর সকালেই পূজা আর পুষ্পাঞ্জলি। এর পর হবে অঞ্জলি ও প্রসাদ বিতরণ। বিকেলে সন্ধিপূজাসহ নানা আয়োজনে মহা নবমী উদযাপিত হবে।

এদিনে অসুর ও অশুভ শক্তির বিনাশে দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতি আকুতি জানান ভক্তরা। এ বছর দেবী এসেছেন ঘোড়ায় চড়ে।

শাস্ত্রমতে, এ বাহনে আগমন রোগ, শোক ও হানাহানির মতো অশুভ ইঙ্গিত হলেও মহাঅষ্টমীতে দেবীর প্রতি প্রার্থনায় শান্তির আকুতি ছিল ভক্তদের।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ