রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন , কমিশনার হাবিবুর রহমান।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২১-১০-২০২৩ ০২:২৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৩ ০২:২৭:৪০ অপরাহ্ন
যেকোনো রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, যেকোনো উপায়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আগারগাঁওয়ে মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে আজ শনিবার দুপুরে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
কমিশনার বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার। তবে কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং তা যদি জনগণের জানমালের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় তাহলে কঠোরভাবে তা দমন করা হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হয়। নিরাপত্তার জন্য আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ সদস্য এত দিন এমআরটির সঙ্গে নিরাপত্তার বিষয়টি দেখভাল করলেও পরে এর দায়িত্ব নেয় বিশেষায়িত এমআরটি পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, এমআরটি পুলিশ স্টেশনের ভেতরে কাজ করবে। যেকোনো আইনি কাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ করবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে জানিয়ে নগরবাসীকে গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেন ডিএমপি কমিশনার।ইন্ডি/ভি
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স