ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন।

আপলোড সময় : ২০-১০-২০২৩ ০৪:৪১:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৩ ০৪:৪১:৫২ অপরাহ্ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন। ফাইল ছবি :

১৯ অক্টোবর, ২০২৩ খ্রিঃ শারদীয় দুর্গোৎসবের মহাপঞ্চমীতে নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানজী পুকুর পাড় ও হাজারীগলি পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

সিএমপি কমিশনার মহোদয় এসময় উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মন্ডপের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বক্ষণিক নিরাপত্তা মূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোষাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পুলিশ কমিশনার মহোদয় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগরীর পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ