ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪ , ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এখনো সময় আছে, নিরাপদভাবে বিদায় নিন।মির্জা ফখরুল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-১০-২০২৩ ০৪:৫৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৩ ০৪:৫৩:৩১ অপরাহ্ন
এখনো সময় আছে, নিরাপদভাবে বিদায় নিন।মির্জা ফখরুল ফাইল ছবি :
নির্বাচনে ওয়াকওভার পেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগ ভোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২৮ অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে যদি ভোট করতে হয়, তাহলে সেই নির্বাচন করার কোনো দরকার নাই। আওয়ামী লীগের কারণেই দেশে নির্বাচন করার স্থায়ী ব্যবস্থা করা যায়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে ক্ষমতা থাকতে পারবে না বলেই সংবিধানের দোহাই দিয়ে একতরফা ভোট করতে চায় আওয়ামী লীগ।

'কিন্তু বিএনপির অবস্থান পরিষ্কার। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নাই।'

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, দেশকে সংকট থেকে উদ্ধার করতে  এখনো সময় আছে। নিরাপদভাবে বিদায় নিন। সময় আছে এখনও সফটলি পদত্যাগ করেন।

নতুন কর্মসূচি বিএনপির, ২৮ অক্টোবর মহাসমাবেশনতুন কর্মসূচি বিএনপির, ২৮ অক্টোবর মহাসমাবেশ

ফখরুল দাবি করেন, 'এটা পরিষ্কার আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নেই। পায়ের নিচে মাটি নেই। আর সব দলই বলছে, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

'সমস্ত রাজনৈতিক দল এক মত হয়েছে। দাবি একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে।'

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জানে, তত্ত্বাবধায়ক সরকারের অদিনে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা করছে।
আরবি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ