ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

আবু বক্কর সিদ্দিক
আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৮:০৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৮:১০:৪১ অপরাহ্ন
সুন্দরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত ছবি : সংগৃহীত


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলেরর জন্মদিন পালিত হয়েছে।
 
বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন- আলহাজ্ব ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। এরআগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইউএনও তরিকুল ইসলাম।
 
 এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর-মুক্তিযোদ্ধা
সিরাজুল ইসমলাম প্রমূখ।

এরআগে আলোচনা সভার আগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।।
 শেষে উপজেলা পরিষদ চত্বরে 'জয় সেট সেন্টার'র ভিত্তি প্রস্তর স্থাপণের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ