আগামী ১৫ দিনের মধ্যেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু,আব্দুর রাজ্জাক
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৪-১০-২০২৩ ০৮:১০:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৩ ০৮:১০:০৩ অপরাহ্ন
ফাইল ছবি :
ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না - এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়ে যাবে।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটির বৈঠক শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাজ্জাক বলেন, নির্বাচনের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিচ্ছে আওয়ামী লীগ। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সারাদেশে আগামী ১৫ দিনের মধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা এগিয়ে আসছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরেই নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে এর আগে কমিশন থেকে জানানো হয়।
নির্বাচন সামনে রেখে দলের ইশতেহার প্রণয়নেও হাত দিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইশতেহারে তরুণ ও নারীদের গুরুত্ব দেয়া হচ্ছে এর আগে জানিয়েছেন দলটির নেতারা।
ইশতেহারে তরুণ ও নারীদের গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগইশতেহারে তরুণ ও নারীদের গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ
ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ
সংবাদ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান করাই হবে এবার ইশতেহারের মূল উদ্দেশ্য। দেশে সব ধরনের অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং বিনিয়োগও বেড়েছে। যা স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে ইতোমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। যা আগামী নির্বাচনে বাস্তবায়ন করা হবে।71/t
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স