ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি অনশনের নামে নাটক করছে : প্রধানমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০৭:৪১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০৭:৪১:৫৪ অপরাহ্ন
বিএনপি অনশনের নামে নাটক করছে : প্রধানমন্ত্রী রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনশনের নামে নাটক করছে বিএনপি, নাটকেরও একটি সীমা থাকা উচিত। শনিবার বিকেলে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় সরকার প্রধান প্রশ্ন করে বলেন, 'খালেদা জিয়া এত অসুস্থ, তবু তাঁর ছেলে মা'কে দেখতে দেশে আসে না কেন? চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে অনশন করছে বিএনপি, কিন্তু বিদেশে তাঁকে দেখবে কে? খালেদা জিয়াকে তাঁর ছেলে দেখবে সে আশা দুরাশা।'

শেখ হাসিনা বলেন, 'বিএনপি-জামায়াতের জন্ম হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তারা দেশ ও জনগণের ভালো দেখতে পারে না। তাই এখন অপতৎপরতা করে যাচ্ছে। জিততে পারবে না বুঝতে পেরে নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে বিএনপি। মানুষ খুন করা যাদের অভ্যাস, তারা জনগনের কল্যাণ করতে পারে না।'

রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'অনেকেই প্রশ্ন করে রির্জাভ গেল কোথায়? সবই জনকল্যাণে ব্যয় হচ্ছে। আগে এসব কর্মসূচি ছিল না বলে রিজার্ভ পড়ে ছিল। এছাড়া বিএনপির আমলে ৪১ ভাগ ছিল দারিদ্র্যের হার। এখন সেটি ১৮ ভাগে পৌঁছেছে। তবে করোনা আর ইউক্রেন যুদ্ধ না হলে পরিস্থিতির আরও উন্নয়ন হতো।'

এসময় প্রধানমন্ত্রী মজুতদারদের চিহ্নিত করার নির্দেশ দেন। বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

সরকার প্রধান জানান, পুরো ঢাকা ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবে আওয়ামী লীগ সরকার। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। বিগত সরকারগুলো কিছুই করেনি।

শেখ হাসিনা বলেন, 'জিয়া-এরশাদ-খালেদা এ দেশের মানুষের ভাগ্য পরির্বতনে কোনো অবদান রাখেনি। বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে বিএনপি। তাদের দুর্নীতি-মানি লন্ডারিং, হত্যার কারণেই দেশে জরুরি অবস্থা এসেছিল।'

প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ অনেক সংগ্রাম করে এ দেশের গনতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছে। দলের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে চায় না বিএনপি। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন এ দেশে হবেই আর স্বাধীনভাবে ভোট দেবে জনগণ।'

রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভা সফল করতে সকাল থেকেই মাঠে জড়ো হন নেতা-কর্মীরা। পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ। প্ল্যাকার্ড-ব্যানারে তুলে ধরা হয়েছে উন্নয়নের কথা। গত শনিবার এই জনসভা হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সেটি স্থগিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ