ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নায়কের পছন্দ পরীমণিকে, অভিমানে সরে দাঁড়ালেন মাহি!

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০৩:০১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০৩:০৩:৫৮ অপরাহ্ন
নায়কের পছন্দ পরীমণিকে, অভিমানে সরে দাঁড়ালেন মাহি! ফাইল ছবি :
চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হওয়ার আগে-পরে মিলিয়ে বছর খানেকের বেশি সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাকে। বিরতি কাটিয়ে গত ১০ অক্টোবর 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। প্রথমদিন বেশ খোশ মেজাজেই সিনেমাটির শুটিং করেছেন। এরপরই শুরু হয় বিপত্তি।

মাহি জানান, সিনেমাটির শুটিং আর করবেন না তিনি। তার এমন সিদ্ধান্তের কারণ জানতেন না স্বয়ং পরিচালকও। তাই তিনিও কারণ খুঁজতে থাকেন। আর তা পেয়েও যান।

জানা গেছে, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে জানান, তিনি পরীমণির ভক্ত। তাই সে পরীমণিকে সিনেমাটতে নায়িকা হিসেবে চেয়েছিলেন। পরীমণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিকে নেয়া হয়েছে।

তবে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, সিনেমার শুরু থেকেই মাহিকে ভেবেছিলেন তিনি। অন্য কোনো নায়িকার সঙ্গে আলোচনাই করেননি।

পরিচালকের ভাষ্য, 'সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।'

পরিচালকের এমন ভাষ্যের পর আরও খোলাসা হতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। তবে পরিচালক জানিয়েছেন, মাহির সঙ্গে দেখা করে বিষয়টি সুরাহা করবেন। তার আশা, মাহির মান ভাঙবে এতে।

ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাডার্ক ওয়ার্ল্ড। সিনেমায় দেখা যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হচ্ছে ছবিটি।

ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে মাহিকে। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও নবাগত নায়ক মুন্না খান।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ