সাকিবের ইনজুরি নিয়ে নতুন যে তথ্য দিলো বিসিবি
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৪-১০-২০২৩ ০২:৩৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৩ ০২:৩৭:৩২ অপরাহ্ন
ফাইল ছবি :
চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট করার সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়েন। রাচিন রাবিন্দ্রার বলে সিঙ্গেল রান নিতে গিয়ে বাঁ-পায়ের উরুর মাংশপেসিতে টান লাগে তার। ওই সময় মাঠে নেমে সাকিবের শুশ্রূষাও করেন দলের ফিজিও।
এরপর আবারও ব্যাট করেন বাংলাদেশ দলের অধিনায়ক। কিউইদের বিপক্ষে ৪০ রান করে আউট হন সাকিব। বোঝাই গিয়েছিলে, উরুর সেই চোটের কারণে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়েছিলেন। আবার বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন তিনি। বোলিং শেষ করেই মাঠ ছেড়ে যান এই অলরাউন্ডার।
পরে জানা যায়, সাকিব আল হাসানকে স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট এখনো জানা যায়নি। স্ক্যানে কী ধরা পড়ে, তারওপরই মূলত নির্ভর করছে সাকিবের চোট কতটা গুরুতর। তিনি দ্রুতই ভালো হয়ে উঠবেন, নাকি তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে?
দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'সাকিবের পেশিতে ছোট লেগেছে। তবে এখনও রিপোর্ট আসেনি। আশাকরি ভারতের বিপক্ষে খেলতে পারবে।'
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৪৫ রান করেছিল বাংলাদেশ। যে রান কিউইরা টপকে যায় ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে হেরেছিল ১৩৭ রানে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স