ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৮:৪৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৮:৪৯:১৭ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ছবি : সংগৃহীত
ঢাকা
শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমআর নামাজের সালাম শেষ করতেই 'নারায়ে তাকবির, আল্লাহু আকবর' স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের আজ কর্মসূচি পালন করে এই মসজিদের উত্তর গেটে। নামাজ শেষে আরও বেশ কয়কটি ইসলামী সংগঠন মানববন্ধন ও মিছিল করে।

ফরিদপুর
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমআ শহরের চকবাজার জামে মসজিদের সম্মূখ হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের  সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা  ইমাম কল্যান ফাউন্ডেশনের সিনিয়র  সহ সভাপতি মাওলানা মনসুর রহমান,  মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহাম্মদ, সদস্য  মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন,উপদেষ্টা ও শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা  মুফতি কামরুজ্জামান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি
রাঙামাটিতে জুমআর নামাজ আদায় শেষে শহরের ফিসারী ঘাট ও কালেক্টর মসজিদ থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙামটি জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙামটি জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, আলা উদ্দিন রাফি, এম এস শফি ও ইমাম হোসেন।

একই সসময় বনরুপায় মসজিদ সংলগ্ন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি সুফি আলম আল কাদেরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসনে চৌধুরী, বনরুপা জামে মসজদিদের খতিব মাওলানা ইকবাল হোসেন, কলেজ গেইট জামে মসজিদ খতিব মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

পাবনা
পাবনায় শুক্রবার (১৩ অক্টোবর) পাবনা জেলা ওলামা মাশায়েখের ব্যানারে বাদ জুমআ পাবনা শহরের চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ফেনী
নোয়াখালীর ফেনীতে শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে শহরের এসএসকে রোডস্থ জহিরিয়া মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডস্থ বড় মসজিদ প্রাঙ্গনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ শিশির, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সালা উদ্দিন, সদস্য হাফেজ হিজবুল্লাহ, সদস্য মোজাম্মেল হক ফারুক ফরায়েজী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকান সহ তৃনমুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে শুক্রবার (১৩ অক্টোবর) জুমআর নামাজ শেষে ওলামা পরিষদ, গোপালগঞ্জ ও তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মানববন্ধনকারীরা হামলা বন্ধে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ