ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিয়াং সি প্রদেশের চিং ত্য চেন ও শাং রাও শহর পরিদর্শন করলেন প্রেসিডেন্ট সি চিন পিং

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-১০-২০২৩ ০৪:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৩ ০৪:২৫:৩৪ অপরাহ্ন
চিয়াং সি প্রদেশের চিং ত্য চেন ও শাং রাও শহর পরিদর্শন করলেন প্রেসিডেন্ট সি চিন পিং ফাইল ছবি :

তিনি চিং ত্য চেন শহরের থাও ইয়াং লি সাংস্কৃতিক সড়ক, চাং হ্য বিমানশিল্প কোম্পানি এবং শাং রাও শহরের সি মেন গ্রামে চীনামাটি সংস্কৃতির উত্তাধিকার ও সংরক্ষণ, প্রযুক্তির উদ্ভাবন এবং জলাভূমি পার্কে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, গ্রামের পুরুদ্ধারসহ নানা বিষয় নিয়ে খোঁজ-খবর নেন।

থাও ইয়াং লি সাংস্কৃতিক রাস্তা হলো সংস্কৃতি উপভোগ, গবেষণা ও পর্যটন, বিনোদন ও কেনাকাটা এবং ক্যাটারিং ও হোটেলের সমন্বয়ে গঠিত একটি সাংস্কৃতিক পর্যটন ও ভোগ বিষয়ক কমিউনিটি। এর কেন্দ্রীয় অঞ্চলের আয়তন ১ দশমিক ২৭ বর্গকিলোমিটার এবং এতে অন্তর্ভূক্ত রয়েছে ৪০০ বছরের প্রাচীন চীনামাটির বাসন ও ৭০ বছরের চীনামাটি শিল্পের ঐহিত্য। মিং ও ছিং রাজবংশ আমলের বাড়িঘরও সংরক্ষিত আছে এখানে। এটি ল্যান্ডমার্কের মতো একটি সাংস্কৃতিক ঐহিত্য। এখানে আবিস্কৃত হয়েছে কয়েক টন প্রাচীন চীনামাটির বাসনের অংশবিশেষ।

চাং হ্য বিমানশিল্প কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে এবং চীনে হেলিকপ্টার ও মহাকাশ বিষয়ক প্রধান কোম্পানির মধ্যে এটি অন্যতম। এর নেতৃত্বে প্রদেশের ও প্রদেশের বাইরের ৭০০টি কোম্পানির সমন্বয়ে উন্নয়ন হচ্ছে।

সি মেন গ্রাম রাও হ্য ইউয়ান জাতীয় জলাভূমি পার্কের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত হয়। দুর্লভ ও বিলুপ্তপ্রায় পাখি নীল মাথার লাফিংথ্রাশ এখানে বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় সরকার সুন্দর গ্রাম নির্মাণ প্রকল্পের মাধ্যমে ধারাবাহিক পরিবেশগত দৃশ্য তৈরি করেছে এবং গ্রামবাসীদরে মাথাপিছু বার্ষিক আয় ২০১৩ সালের ৪ হাজার ইউয়ান থেকে বেড়ে ২০২২ সালে সাড়ে ৩৬ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে। C/r

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ