ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হামাসের আক্রমণে মৃত ইসরায়েলের ফুটবল তারকা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-১০-২০২৩ ০৪:০৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৩ ০৪:০৫:২৮ অপরাহ্ন
হামাসের আক্রমণে মৃত ইসরায়েলের ফুটবল তারকা ফাইল ছবি :
জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন ইসরায়েলের ফুটবল তারকা লিয়র আসুলিন। তখনই হামাসের আক্রমণে মারা যান তিনি।

শনিবার গাজা স্ট্রিপের কাছে হামাস বাহিনী ঢুকে পড়ে গুলি চালাতে থাকে। তিনি তখন নেচার পার্টিতে ছিলেন। গুলি লেগে মারা যান আসুলিন।


তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে।"

ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো হামাস সন্ত্রাসবাদী ইসরায়েলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশ মানুষকে মেরেছে। অনেক মানুষকে তারা পণবন্দি করে নিয়ে গেছে।
আসুলিনের কৃতিত্ব

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের একটি প্রধান প্রতিযোগিতা জেতে। ফাইনালে তিনি দুইটি গোল করেন।

খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় পালন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন।

এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলি থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে গেছিলেন এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ছাড়া পান।s/a

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ