ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে পঞ্চম দিনে মৃতের সংখ্যা ছাড়ালো ২০০০
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১১-১০-২০২৩ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৩ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
ফাইল ছবি :
টানা পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা, পশ্চীম তীর ও ইসরায়েল। এতে দুই পক্ষের মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার।
ইসরায়েলের বিরামহীন হামলায় বিপর্যয় নেমে এসেছে গাজায়। আল কারামা অঞ্চলে হামলার তীব্রতা এতটাই যে, সেখানে প্রবেশ করতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স। গুঁড়িয়ে দেয়া হচ্ছে আবাসিক ভবন, স্কুল ও শরণার্থী শিবিরও। স্থানীয়দের সরে যাওয়ার সতর্কবার্তা দেয়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আটক ইসরায়েলিদের ফেরতের ব্যাপারে কোনও আপোস নয়, সাফ জানিয়ে দিয়েছে তারা।
ইসরায়েলে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশটি। ইতোমধ্যে হামাসকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলে গোষ্ঠীটির হামলা ‘স্পষ্ট শয়তানি কাজ’।
এ সংঘর্ষে এখন পর্যন্ত ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি মার্কিন প্রশাসন। কিন্তু হামাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তাদের। তাই দেশটিকে দোষারোপ করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার কারণেই এই যুদ্ধ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স