ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত প্রধানমন্ত্রী।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১০-১০-২০২৩ ১২:০৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৩ ১২:০৪:০৮ অপরাহ্ন
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া-ভাঙ্গা-রুটের রেল যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকাল ১১টার একটু আগে সুধী সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে গণভবন থেকে সড়ক পথে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হয়ে মাওয়ায় পৌঁছান তিনি।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বের মঞ্চে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠকন্যা শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত রয়েছেন।

পদ্মাসেতু দিয়ে রেল যোগাযোগ উদ্বোধন শেষে মাওয়া এলাকায় সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার পর ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।একুশে/

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ