ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আবু বক্কর সিদ্দিক
আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৭:০৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৭:০৪:৪০ অপরাহ্ন
গাইবান্ধায় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
 শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
 
জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) দিনগত রাতে সদর থানা পুলিশ উপজেলার গোপালপুর বাজারের পশ্চিমে গোপালপুর গামী ফাঁকা রাস্তা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় সংঘবদ্ধ চক্রটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর চেষ্টা করে। এরা হলো- সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোল মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনকালে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল- ধ্রুব জ্যোতির্ময় গোব, বি-সার্কেল- আব্দুল্লাহ্ আল-মামুন, সদর থানা অফিসার ইনচার্জ- পুলিুদ রানা, পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেরাজুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ