ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মগবাজারের হোটেল রয়েল ইন্টারন্যাশনাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০৪:০৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৩ ০৪:০৯:১৩ অপরাহ্ন
মগবাজারের হোটেল রয়েল ইন্টারন্যাশনাল  থেকে  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফাইল ছবি :
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে মো. নাসিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই শিক্ষার্থীকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আজ রোববার সকালের দিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে মগবাজারের হোটেল রয়েল ইন্টারন্যাশনাল নামের একটি হোটেল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নাসিম যশোরের ঝিকরগাছা থানার গঙ্গানন্দনুর গ্রামের মো. ওলিয়ার রহমানের ছেলে। সেখানে তিনি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। এসআই মো. নজরুল ইসলাম জানান, গতকাল শনিবার রাতে সংবাদ পেয়ে পুলিশ হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই আরও জানান, যশোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন নাসিম। গত ৬ সেপ্টেম্বর তার পরিবারকে না বলে তিনি ঢাকায় এসে মগবাজারে অবস্থিত ওই হোটেলে ওঠেন।

পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছে মানসিক সমস্যা ছিল নাসিমের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ইন্ডি/টিভি

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ