ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-১০-২০২৩ ১২:০০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০২:৫০:০৩ অপরাহ্ন
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

২০১৯ সালে প্রায় আড়াই লাখ বর্গমিটার আয়তনের এই টার্মিনালের কাজ শুরু। ২১ হাজার ৩শ কোটি টাকার এই প্রকল্পের সিংহভাগ অর্থায়নই করেছে জাইকা। এখানে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, রাখা যাবে একসাথে ৩৭ টি উড়োজাহাজ। সবমিলিয়ে শতাধিক ইমিগ্রেশন কাউন্টার এবং স্বয়ংক্রিয় তল্লাশি ব্যবস্থায় এই টার্মিনালের মাধ্যমে ওঠানামা করতে পারবেন বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, উন্নত বিশ্বের বিমানবন্দরের মতো সেবা দেয়ার সবোচ্চ চেষ্টা করা হবে। ট্রানজিট প্যাসেঞ্জারের জন্য থাকবে আলাদা লাউঞ্জ। থার্ড টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে কিংবা বের হতে সংযুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাশাপাশি থাকবে যাতায়াতের অন্যান্য সুবিধাও।

স্থপতি রোহানি বাহারিনের নকশায় থার্ড টার্মিনাল তৈরিতে কাজ করেছে জাপানের মিতসুবিশি, ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং। সব ঠিক থাকলে ২০২৪ সালে শেষের দিকে যাত্রীরা ব্যবহার করতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল।

এই টার্মিনালে থাকছে ১৬টি আগমনী লাগেজ বেল্ট। তবে আপাতত সার্ভার জটিলতায় ই গেইট ব্যবহার করতে পারবেন না ই পাসপোর্টের যাত্রীরা।

c/24
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ