ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে’ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-১০-২০২৩ ০৩:৫৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৩ ০৩:৫৩:৩৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে’ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ফাইল ছবি :


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, সমাজ গঠন ও সমাজের ভিত্তি নির্মাণের মূল কারিগর শিক্ষকরা। এই কারিগরদের পরিশ্রমেই বুদ্ধিবৃত্তিক ও নৈতিক সমাজ গড়ে ওঠে বলে জানান তিনি।   

আজ বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দুপুরে, ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিশ্ব প্রতিযোগিতায় সাফল্যের জন্য দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে। শিক্ষকদেরও আন্তর্জাতিক মানে উন্নিত হতে হবে জানিয়ে তিনি শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে অগ্রাধিকার দিতে বলেন।  

শিক্ষকদের বেতন, ভাতা ও পদোন্নতিসহ যেকোন অসঙ্গতি থাকলে তা দূর করতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবানও জানান রাষ্ট্রপতি।baisha/t

 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ