ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-১০-২০২৩ ১২:০২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৩ ১২:১৬:১৮ অপরাহ্ন
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ফাইল ছবি :
ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। মূল আসর শুরুর আগে অনুষ্ঠিত হয়ে থাকে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করে থাকে আয়োজক দেশের নামিদামি তারকারা। এবারের বিশ্বকাপেরও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এমনকি কারা সেখানে পারফর্ম করবে সেই তালিকাও প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। তবে শেষ মুহূর্তে হঠাৎ করেই বদলে গেছে সবকিছু। কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাতিল হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরটি এককভাবে আয়োজন করবে ভারত। ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কেনো হয়নি, সেই প্রশ্ন সকলেরই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আইসিসি, আয়োজক দেশ ভারতও। শেষ মুহূর্তে কেনো হয়নি উদ্বোধনী অনুষ্ঠান সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। যদিও কখনোই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়নি বলে দাবি বিশ্বকাপ আয়োজকদের।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার পেছনে সম্ভাব্য একাধিক কারণ হয়েছে। যার মধ্যে অন্যতম ধরা হচ্ছে খালিস্তানি নেতার হুমকি। কানাডার নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা নিতে বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছে ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন 'শিখস ফর জাস্টিস'- এর নেতা গুরপতবন্ত পান্নুন।

অনেকে মনে করছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য শেষ মুহূর্তে ভারত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে। আবার অনেকে মনে করছে, উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন শেষে এত অল্প সময়ের মধ্যে খেলার জন্য সবকিছু প্রস্তুত করা কঠিন হয়ে দাঁড়াবে। যার কারণে বিসিসিআই নিজেদের অনানুষ্ঠানিক সিদ্ধান্ত থেকে সরে আসে। c/24


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ