ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ,গ্রামীণ টেলিকমের তিন পরিচালককে দুদুকের জিজ্ঞাসাবাদ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০৪:৫২:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০৪:৫২:২৪ অপরাহ্ন
২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ,গ্রামীণ টেলিকমের  তিন পরিচালককে দুদুকের জিজ্ঞাসাবাদ ফাইল ছবি :
গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ অক্টোবর) বেলা পৌনে ১১টা থেকে প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। একই মামলায় আগামীকাল বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের তলব করেছে দুদক।

গ্রামীণ টেলিকমের যে তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী। এদিন আরও দুই পরিচালককে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। গত ২৭ সেপ্টেম্বর এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন আসামিকে তলব করে দুদক।jamu/t


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ