ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাবমেরিনকে ফাঁদে ফেলার জন্য নোঙর স্থাপন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০৪:৩০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০৪:৩০:৫৬ অপরাহ্ন
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাবমেরিনকে ফাঁদে ফেলার জন্য নোঙর স্থাপন ফাইল ছবি :
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজকে ফাঁদে ফেলার জন্য রাখা নোঙরের সঙ্গে ধাক্কা লেগে চীনের একটি পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে। এতে ৫৫ চীনা সেনার মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ গোয়েন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে পিত সাগরে। তবে সাবমেরিন ডোবার ঘটনা অস্বীকার করেছে চীন। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা বলছে, চীনের নৌবাহিনীর ০৯৩-৪১৭ সাবমেরিনটি বিপর্যয়ের সম্মুখীন হয়।

মৃতদের মধ্যে এক ক্যাপ্টেন ও ২১ কর্মকর্তা রয়েছে। সাবমেরিনটির ভেতরে অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। পরে এটি সাংহাইয়ের উত্তরে শানডং প্রদেশের কাছে ডুবে যায়।

ব্রিটিশ কর্মকর্তাদের প্রতিবেদনে বলা হয়, আমাদের মনে হচ্ছে অক্সিজেনের অভাবে সাবমেরিনটিতে সেনাদের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাবমেরিনকে ফাঁদে ফেলার জন্য নোঙর স্থাপন করেছিল চীন। সেটির সঙ্গেই তাদের সাবমেরিনটি ধাক্কা খায়। এরপর চীনা সাবমেরিনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

এদিকে তাইওয়ানও চীনের এ সাবমেরিন ডোবার ঘটনা অস্বীকার করেছে। ০৯৩ সিরিজের সাবমেরিনগুলো গত ১৫ বছর ধরে চীনের বহরে যুক্ত হয়েছে। এ সাবমেরিনগুলোর দৈর্ঘ্য ৩৫১ ফুট।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ